AK Jhinuk
Get notified for latest research & publications by Dr. Md. Ahamedul Kabir

মহিলাদের মুখে গোঁফ দাঁড়ি বা অবাঞ্ছিত লোম থাকা স্বাভাবিক নাকি জটিল কোনো রোগ ?

মহিলাদের মুখে গোঁফ দাঁড়ি বা অবাঞ্ছিত লোম থাকা স্বাভাবিক নাকি জটিল কোনো রোগ ?

এটি সাধারণত মহিলাদের জন্য স্বাভাবিক কোনো বিষয় না। যা বিভিন্ন ধরনের হরমোন জনিত রোগের কারণে হতে পারে। এই অবাঞ্ছিত লোমের সাথে আরও লক্ষণ দেখা যায়।

যেমন- দ্রুত ওজন বৃদ্ধি, ঋতুস্রাব বা মাসিকের বিভিন্ন সমস্যা, শরীরে ফাটা ফাটা দাগ প্রভৃতি।

এর সাথে আরও অন্যান্য রোগ থাকতে পারে যেমন- ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বা কোলেস্টেরল বেড়ে যাওয়া, রক্তে ইউরিক এসিড বেড়ে যাওয়া প্রভৃতি।

অবাঞ্ছিত লোম কোন কোন রোগের কারণে হতে পারেঃ

১. PCOS (পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম)

২.  Cushing Syndrome (কুশিং সিনড্রোম)

৩. CAH-Congenital Adrenal Hyperplasia (কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়া)

৪. Familial (বংশগত)

৫। যদি কেউ স্টেরইড (Steroid) জাতীয় ঔষধ সেবন করে  ( উল্লেখ্য- হারবাল, হোমিওপ্যাথি জাতীয় ঔষধেও Steroid থাকে ) তাহলে তাদের এই অবাঞ্ছিত লোম হতে পারে।

৬. Androgen Hormone  তৈরিকারি কিছু টিউমার বা ক্যান্সারের কারণে হতে পারে।

তাই মুখে বা বুকে  অবাঞ্ছিত লোম দেখা দিলে দ্রত একজন হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।

1 thought on “মহিলাদের মুখে গোঁফ দাঁড়ি বা অবাঞ্ছিত লোম থাকা স্বাভাবিক নাকি জটিল কোনো রোগ ?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *