হ্যাঁ , উপরোক্ত লক্ষণ গুলো হরমোন জনিত সমস্যার কারণে হয়। অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় বয়স ৪০ অথবা তারও বেশি হলে হাত-পা জ্বালা-পোড়া, মাথা গরম হওয়া, অস্থিরতা, বুক ধরফর করা, শরীর থেকে হঠাৎ ঘাম বের হওয়া, ঘুম না হওয়া, মাথা থেকে গরম ভাব বের হওয়া প্রভৃতি লক্ষণ দেখা দেয়।
সাধারণত মাসিক বন্ধ হওয়ার পর থেকে এই লক্ষণ গুলো বেশিই দেখা যায়। তবে, এই লক্ষণ গুলো মাসিক বন্ধ হওয়ার কয়েক বছর আগে থেকেও শুরু হতে পারে। ৪০ বছরের আগে যাদের জরায়ু সার্জারীর মাধ্যমে কেঁটে ফেলা হয়, তাদের এই লক্ষণ গুলো ৪০ বছরের আগেই আসতে পারে। এই লক্ষণ গুলোর সমষ্টিকেই পেরি মেনোপোসাল সিনড্রোম ( Peri Menopausal Syndrome) বলা হয়।
মহিলাদের Estrogen হরমোনের Dysbalanced এর জন্য সাধারণত এই সমস্যা গুলো হয়ে থাকে। অনেক ক্ষেত্রে উপরোক্ত লক্ষণ গুলোকে ভূল ভাবে Diagnosis করে মানসিক রোগী হিসাবে চিকিৎসা করা হয়ে থাকে বা ভাবা হয়ে থাকে। অথচ সঠিক ভাবে রোগ নির্ণয় করা হলে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই রোগের নিরাময় করা সম্ভব।
তাই উপরোক্ত এক বা একাধিক লক্ষণ গুলো কারো প্রকাশ পেলে দ্রুত একজন হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ।
