AK Jhinuk
Get notified for latest research & publications by Dr. Md. Ahamedul Kabir

অবিবাহিত মহিলাদের অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো ব্যতিত বিবাহিত মহিলাদের স্তন হতে দুধ সদৃশ কিছু নিঃসৃত হওয়া কি কোনো রোগ ? এই অবস্থার সমাধান কী ?

অবিবাহিত মহিলাদের অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো ব্যতিত বিবাহিত মহিলাদের স্তন হতে দুধ সদৃশ কিছু নিঃসৃত হওয়া কি কোনো রোগ ? এই অবস্থার সমাধান কী ?

অনেক সময় অবিবাহিত মহিলাদের অথবা বাচ্চাকে দুধ খাওয়ানো ব্যতিত বিবাহিত মহিলাদের স্তন হতে দুধ সদৃশ কিছু নিঃসৃত হয়, এই অবস্থাকে গ্যালাক্টোরিয়া (Galactorrhoea) বলা হয়।

গ্যালাক্টোরিয়া সম্পূর্ণ হরমোন জনিত রোগ। প্রোল্যাক্টিন (Prolactine) হরমোনের পরিমাণ স্বাভাবিক এর তুলনায় রক্তে বেড়ে গেলে এই অবস্থা দেখা দেয়।

প্রোল্যাক্টিন (Prolactine) হরমোন বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে।  যেমন,

১. প্রোল্যাক্টিন (Prolactine) হরমোন নিঃসৃত হয় এমন টিউমার যা সাধারণত ব্রেনের পিটুইটারি গ্রন্থি অতিরিক্ত বৃদ্ধির কারণে হতে পারে।

২. থাইরয়েড (Thyroid) হরমোনের সমস্যার কারণে হতে পারে।

৩. কিছু কিছু ঔষুধ সেবন করলেও এরকম হয়। যেমন- বমির ঔষুধ, ঘুমের ঔষুধ, রুচির ঔষুধ, মাথা ঠাণ্ডা থাকার ঔষুধ, গ্যাস্ট্রিকের সমস্যার ঔষুধ

গ্যালাক্টোরিয়ার (Galactorrhoea) সমস্যা হলে কি করা উচিৎ ?

১. যে ঔষুধগুলো খেলে প্রোল্যাক্টিন (Prolactine) হরমোন বেড়ে যায়, সেগুলো ঔষুধ বন্ধ করতে হবে।

২. দ্রুত নিম্নোক্ত হরমোন পরীক্ষা করতে হবে-

FT4, TSH, Prolactine

৩. প্রয়োজনে এমআরআই (MRI) পরীক্ষা করা লাগতে পারে।

৪. যত দ্রুত সম্ভব একজন হরমোন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *