♦ খাবার যেন স্বাস্থ্যসম্মত হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রনে থাকে, হাইপোগ্লাইসেমিয়া না হয়।
♦ আলসার বা গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকলে দুব তেলে ভাজা ও ঝালযুক্ত খাবারের পরিবর্তে কমতেলে রান্না ও কম ঝালযুক্ত খাবার খেতে হবে।
♦ ওজন বেশি থাকলেও তৈলাক্ত খাবারের পরিমাণ কমিয়ে কম ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করতে হবে।
♦ ডায়াবেটিসের সাথে অন্য কোন জটিলতা যেমন- কিডনির রোগ, উচ্চমাত্রার ইউরিক এসিড ইত্যাদি থাকলে ডাল ও ডাল জাতীয় খাবারের পরিবর্তে মুড়ি, চিড়া এবং চালের গুঁড়া অথবা এরারুটের তৈরি সিঙ্গারা বা সামুচা, আলুপুরি, আলুর চপ ইত্যাদি খাওয়া যাবে। অন্য খাবার একই থাকবে।
♦ সেহরিতে কোন কিছু না খেয়ে রোজা রাখা যাবে না কেননা এতে বিপদজনক হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।
